আমি দেখছি দিনে রাতে,
মা করছে কাম।
সংসার যখন এগিয়ে গেল,
বাবার হইছে নাম।
মুরগি পালা,ছাগল পালা,
লতা পাতা জুইড়া
এই কাজ কইরা, সেই কাজ কইরা,
মা রয়েছে শুইয়ে।
মাঝে মাঝে খাইছে না মা,
তবু বলছে খাইছি।
অনেক কিছু না পেয়েও ,
তবু বলছে পাইছি।
আমরা পড়ছি নতুন কাপড়,
মা পড়েছে ছিড়া শাড়ি।
মা শুধু কাজ করছে,
বাবা কিছু জিরিয়ে।
সারাজীবন কাজ করেছেন,
অমুক মিয়ার বাড়ি।
আমার মা কোনো দাম পায়নি,
কারন সে যে নারী।