কলমে: মোহঃ ইন্তেখাব আলম
পড়াশোনার আশায় ছেড়েছি যে ঘর,
বুকের মাঝে কষ্টে ভরা নিঃসঙ্গতার ভর।
মায়ের মায়া, বাবার স্নেহ, বন্ধুদের হাসি,
সব ফেলে এসেছি, জীবনটা যেন ফাঁসি।
চেনা শহরের আলো, প্রিয় সেই পথ,
অচেনা শহরে হারিয়েছে সব।
নতুন মানুষ, অচেনা ভাষা,
এই শহরে যেন হৃদয়টাই হলো একা।
প্রতিটি রাতে ফিরে আসে স্মৃতি নীরবে,
বুকের গভীরে যেন বিষণ্ণতা বাঁধে।
মায়ের মায়া, বাবার স্নেহ, বন্ধুদের আশ্বাস,
সবই যেন এখন স্মৃতির পরশ।
নতুন শহরের আলো, অচেনা লোকালয়,
এই শহরেই আমার নতুন পথচলার পরিচয়।
প্রবাসে আছি আমি, সঙ্গে কেবল ছায়া,
মায়ার বাঁধন ছাড়া কাটে সঙ্গীহীন সন্ধ্যাবেলা।
প্রাণের শহর, চেনা সেই পথ,
মুছে যাচ্ছে সবই স্মৃতির পাতায় আজ।
তবুও হৃদয়ে বাঁধা সেই চেনা ঘর,
তার টান আজও ডাকে কাছে বারবার।
তবু আশায় আছি, পরিশ্রমের শেষে,
ফিরবো একদিন প্রিয়জনের দেশে।
প্রবাসের কষ্টে গড়া হবে যে ভবিষ্যৎ,
সেখানে সবার মুখে ফুটবে খুশির উৎসব।