কলমে: গোলাম সরোয়ার খান
আমি কি আমাকে চিনি!
এই আমি যে পুরোটাই ঋণী!
ঋণের বোঝা মাথায় ধরি
করে যাচ্ছি দুনিয়াদারী।
সৃষ্টি কর্তার হুকুম মতে
পিতৃ দেহের ভ্রুণ টি হতে
মাতৃ জঠরে নিষিক্ত হলাম,
দশ মাস মা’র গর্ভে থেকে
এই দুনিয়ায় বেড়াতে এলাম।
প্রকৃতির দেওয়া রসদ খেয়ে
ধীরে ধীরে বেড়ে উঠলাম।
এই দেহটার সবকিছুই তো
অন্যের থেকে ধার নিলাম।
রুহের মালিক সৃষ্টি কর্তা
আমার কি থাকল নিজস্বতা!
জীবন যৌবন ধন সম্পদ
সব কিছুর মালিক হলাম,
নিঃশ্বাস বন্ধের সাথে সাথেই
লাশ হয়ে পরে রইলাম।
যেখান থেকে এসেছিলাম
সেখানেই ফেরত গেলাম।
সোনার দেহ পচে গলে
মাটির সাথে মিশে গেলে
যার থেকে যা নিয়েছিলাম
তাকেই আবার ফেরত দিলাম।
মাঝখানের এই সময় কাল
যেমন কর্ম করেছিলাম
তেমন ফলই সঙ্গে নিলাম,
ভালো কাজে পুরস্কার
মন্দ কাজে তিরস্কার
ভোগ করতে হবে অনন্তকাল।