কলমে: মুসলিমা আক্তার
অশান্তের মতো দাঁড়িয়ে
জীবন তরি অপেক্ষায় অবিচল-
হিসেব কষে চলেছি।
প্রশ্ন ছুড়ে উত্তর খুজি,
কেনই বা আসলে কষ্ট হয়ে
ডাকিনি আমি দুহাত দিয়ে।
হৃদয়ে পিসে পিসে রাখি তোমার
আহত হয়ে।
কতোদিন তৃষ্ণার্ত মন বলে
ব্যাকুল হয়ে-
বোঝোনি তো আমায় বিন্দু হয়ে।
কতো রাত জেগে ডেকেছি কুহুকানি করে,
আমায় কি রাখবে এক কোনে
ভুল মন বয়ে।
ক্ষত হবে মন,
দেখতে কি দারুন তৃষ্ণাক্ষণ।
বিচ্ছেদি বিদ্বেষ শুধু ,
নেই হৃদ্য শান্ত শ্বাস,
মন বলে কি কিছু নেই তোমার? এমন নিরলাস।
ব্যাকুল হয়ে শুধু প্রত্যাশায় থাকি,
মায়ায় জড়িয়ে কি একটু
বলতে পারো না?
সমাজের সভ্যতায় আমি তোমায় ভুল বুঝেছি।