রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

কবিতা- নীরব সম্মতি

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

কলমে- এম. আব্দুল হালীম বাচ্চু

এখন থেকে মোটা চালের ভাত খাব; অন্যকিছু না, এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না;
তবুও আর খু*নীর মতন চোখ রাঙিয়ো না!

এখন থেকে নরম চেয়ারে বসব না, এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না;
তবুও আর গোরুর মতন হাম্বা হাম্বা করিয়ো না!

এখন থেকে রঙিন চশমা পরব না;
এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না;
তবুও আর পুঁটির মতন উজিয়ো না!

এখন থেকে রঙিন রঙিন জামা কাপড় পরব না; এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না,
তবুও আর ব্যাঙের মতন লাফিয়ো না!

এখন থেকে উপরে চোখ তুলব না;
আয়নায় মুখ দেখব না; এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না;
তবুও আর শুকনো গলায় বারেবারে চেঁচিয়ো না!

এখন থেকে সুনীল আকাশ দেখব না; চাঁদের আলো দেখব না,
বিনোদন পাড়ায় যাব না, বেঁচে রবো মরার মতন; এইতো কথা?
হ্যাঁ-হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না;
পারলে এবার গলাখানায় নিঃশব্দের রাত নামাও!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102