মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ প্রিয়তমা হিমি পাটোয়ারী সিরিয়াকে।
বিধ্বস্ত নগরীতে তুমি নীল প্রজাপতি,
তোমাকে কি অপূর্ব করে সৃষ্টি করেছেন অধিপতি,
নরম ঘাসের উপর সোনারোদ্দুরে কি সুশ্রী লাগে তোমায়,
তুমি প্রকৃতির হয়ে থেকো চিরকাল,
তোমাতে শোভাময় হোক ধরীত্রীর শত প্রাণ।
তুমি নীল প্রজাপতি, তুমি মায়াবিনী
মায়ার বাঁধনে বেঁধে রেখেছো পরম যত্নে,
তুমি মিশে আছে হৃদয় ডায়রির রন্ধ্রে রন্ধ্রে,
তোমাকে ভুলতে পারেনা মন কোনমতে।
ভুলবে কি করে?
তুমি যে মায়াবতী।
মায়া ছড়িয়ে দখল করেছো হৃদয় রাজ্যের সিংহাসন,
রুদ্ধ করে দিয়েছো শত দ্বার,
তোমাকে হটিয়ে কেড়ে নিতে পারে
কে আছে এমন?
তুমি তো আমার পরমআত্মীয় আজন্ম বন্ধন,
তুমি তো আমার মানবী মানসী অস্পরী অনন্যা,
নীল প্রজাপতি হয়ে আছো হৃদয় রাজ্যের উদ্যানে।