কলমে: এম এ লতিফ
যে তুমি আঁধার ঘুচাতে
জগতের আলো হয়ে এলে পৃথিবীতে
সে তুমি নও গো রবির আলো,
তুমি বিশ্ব ধরাত্রির বুলবুল
হে নূরের আলো তুমি মোহাম্মদ রাসুল (সঃ),
তোমার নামের গুণে
আলো পেলো আঁধার ভূবণ,
জ্বীন ইনসান গোটা মাকলুকাত তোমাতে মশগুল।
ধরণীর ধরাতল আঁধারে ডুবছিলো সবই
হে নবী তোমার আগমনে
বিশ্ব জাহান পেলো নতুন আলোর রবি,
তুমি জাগালে ধরণী দেখালে আলোর ছবি,
বায়ে গেলে সুন্দর আলোর তরী
যে আলোতে আলোময় হলো ধরণী
গোটা মানব জাতি মাতোয়ারায় মশগুল
তোমার নূরের আলোতে নূরান্বীত জগত সারণী
তুমি মানবতা মানুষের ভালোবাসার বুলবুল,
হে মহাজ্ঞানী মহামানব তুমি বেহেশতের ফুল
তুমি নবী তুমি প্রিয় সবার মোহাম্মদ রাসুল (সঃ)।