মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ সকল সুবিধা বঞ্চিত শিশুদের
পথশিশু বলে আমায়,
করো নাকো হেলা।
খেয়ে না-খেয়ে আমার,
কেটে যায় বেলা।
আমারও যে ইচ্ছে করে,
মজার খাবার খেতে।
ইচ্ছে করে তোমার মতো,
পাঠশালাতে যেতে।
বাবার সোহাগ মায়ের আদর,
পাইনি তোমার মতো।
দুঃখ কষ্ট সহ্য করে,
চলছি অবিরত।
নয়ন জলে ভাসে হৃদয়,
শত যাতনাময় প্রাণ,
দূর্যোগ দূর্ভোগে কাটে আমার সারাজীবন।
আমরাও ভাই স্রষ্টার সৃষ্টি,
আশরাফুল মাখলুকাত,
আমাদের দেখে ঘৃণার চোখে,
করো কেন উপহাস?