কলমে: এম এ লতিফ
যে তুমি পরিয়ে দিলে ফুলের কলি
একে একে শুকিয়ে যায় অভিমানী ফুলগুলি,
শুন্য হৃদয় করে হাহাকার
তীর ভাঙা নদীর ঢেউ এর মতো
ভেঙে দেয় হৃদয় দুঃখের কথাগুলি,
কে দিবে শান্তনা সইতে পারিনা,
দুঃখকে বুকে বেঁধে জীবনটাকে দেই জলাঞ্জলি,
কতো স্বপ্ন কতো আশা কাঁচের টুকরোর মতো যায়,
ঘোর আঁধারে হারিয়ে যায় আমার রঙিন স্বপ্নগুলি!
যে তুমি স্বপ্নের আঙিনায় সাজিয়ে দিলে ফুলদানি
সে ফুলদানির রূপ স্বপ্নেই হারায় মরিচিকার মতো ধুধু বালিকায়,
যে তুমি পরিয়ে দিলে ফুলের কলি,
একে একে শুকিয়ে যায় অভিমানী ফুলগুলি
জীবন যেন হারিয়ে যায় স্বপ্নের নীলিমায়,
বুঝে নিলাম ধূলির ধরায় সবকিছুই স্বপ্নেই রয়ে যায়!