তুমি আমার কবিতা হবে?
কতোদিন পর, বলো না, সে দিন আসবে কবে?
তোমায় লিখতে চাই বইয়ের পাতায়
হয়তো-বা অজান্তে হৃদয় খাতায়!
তোমার বান্ধবী সব, কিনবে সে বই একুশের বই মেলায়!
তুমি হবে আমার কবিতার, অক্ষর শব্দ বাক্য
তুমি-আমি হবো ফেরদৌসীর শাহনামা মহা কাব্য!
হবো, চণ্ডীদাস রজকীনি, শিরি ফরহাদ অমর গাঁথা
আজকের উত্তাল মার্চে আশ্রান্ত অশ্লেষে দাও কথা!
একদিন পরবর্তী প্রজন্মের কবি লিখবে, ইলিয়াড অডিসি মহাকাব্য
হয়তো-বা তখন এ জাতি, স্পর্শ রেখে জাতির শিকড়ে হবে সভ্য!
চাতকের মত তৃষ্ণার্ত থাকতে হবে না মানবতা মনুষ্যত্ব বলে
জাতীয় অনুভূতির বৃষ্টিতে উল্লাসে ভিজবে দেশপ্রেমের জলে!
বলো, একবার বলো, হও যদি রাজী
আমি শুধু কবি-ই নই, দারুণ নচ্ছর পাঁজি!