কলমে: অনুপম রায়
গায়ের রং নয় সাদা ,নয় মলিন ;
কানে থাকে না দুল,নাকে-হাতে থাকে না সোনা।
কি জানি, তবুও অপরিচিত অপরূপ -লাবণ্যে অনন্যা।
শুনশান ডহরের পাশেই ছিলো তার আবাসখানা ।
তার কাজল ভেজা চোখ কখনো দেখিনি আমি-
মনে তার হতাশা, দুশ্চিন্তা মহল্লায়ও দেখেনি কেউ;
সবসময় চোখে-মুখে থাকে হাসির ঢেউ।
সে কাজলা পাড়াগাঁয়ের বউ।
দাঁড়িয়ে ছিল পুরানো দূর্গা মন্দির বারান্দায়।
আমার ছিল বহু প্রশ্ন,
তবুও কিছু বলা হলো না ওই সন্ধ্যায়।
মন্দিরের সেঁজুতি জ্বালিয়েই সে চলে যায়।
আমি ভাবলাম, কি নামে ডাকবো?
দেখেছি,বুঝেছি,অনুভব করে খুঁজে পেয়েছি -
সে যে কাজলা মাটি আঁকড়ে থাকা দূর্গা,লক্ষী........