কলমে: শাহজালাল সুজন
আগে কত ফসল হতো শুদ্ধ বীজের ধারা,
ভেজাল বীজে জন্ম হয়ে আগাছা সব চারা।
জ্ঞানে অন্ধ দেখতে মানব পশুর স্বভাব প্রাণে,
পূজা মণ্ডপ গিয়ে তারা গায় ইসলামিক গানে।
মুখে হাদিস গালে দাড়ি নাম দিয়েছো মুসলিম,
দেখিয়েছো বাংলাদেশে মূল চরিত্রে ভিউ থিম।
শয়তানের কাজ মোল্লা করে এই যামানায় এসে,
ঈমান হলো রং তামাশা গেলো পূজায় ভেসে।
কোরান পড়ে দোয়া করে জাতে হলো ইবলিশ,
এই দুনিয়ায় নরক হবে জেনে তোরা রাখিস।
ক্যামনে হলে নবীর উম্মত কোন্ হাদিসের বাণী,
বগল তলায় মূর্তি রেখে ঐ যামানায় জানি।
ইসলাম হলো শান্তির ধর্ম শান্তি ফিরুক ঘরে,
স্বার্থ ঘেরা বিবেক নিয়ে ধর্ম লঙ্ঘন করে।
সকল ধর্মের প্রতি সম্মান করি শুদ্ধ মনে,
ঈমান বিক্রি করবো কেন্ দূর্গা পূজার ক্ষণে।
আর কত খেল্ খেলবি বলো ছিনিমিনি খেলা,
বন্ধ করো ধর্মের নামে ছাড়ো হেলাফেলা।
সূরা আনআম একশত আট আয়াত দেখো পড়ে,
মন্দ বলা নিষেধ আছে অন্য ধর্মের তরে।
যার যার ধর্ম পালন করো নেইতো কোন বাঁধা,
বিচার হবে প্রভুর কাছে ছুঁড়লে কেন কাদা?