কলমে: মাহফুজা রহমান
খুব দুঃখজনক
হইলে মানবিক,
ভাবতে কিবা ঠিক
খাটিয়ে স্ব বিবেক!
আচরণ মহান!
ভারতেরই লোক
কিছুজন অমোঘ,
ব্যবহারে থাকুক
সব জন জানুক
রাখতে তবু মান!
আকাশ বায়ু এক
ফুল পাখির ঝাঁক,
রক্ত মাংস ঠিক
মানুষ কেন খাক!
পার্থক্য কেন দাদা!
পাখিরা গায় গান
নিত্য সাজাতে প্রাণ,
চৈত্রের খরা টান
সবই মিলে যান!
ঝগড়া করে সুধা!
শুকনো পাতা শব্দ
ভালোবাসার জব্দ,
নীরবতায় স্তব্ধ
একই সব মুগ্ধ!
না রাখি ব্যবধান!
এসো ভালোবাসি
মানুষ কান্না হাসি,
একতো দিবানিশি
আর না রেষারেষি!
গাই আনন্দ গান!