কলমে: রোজিনা খাতুন
প্রিয়,
মনে আছে তোমার?
আমি বলেছিলাম তোমার জন্য আমি কাঁদতে রাজি,
জীবন বাজি ধরতে রাজি।
লোকের কাছে ছোট হতেও রাজি,
সম্মান ধুলোয় মেশাতেও রাজি।
কিন্তু একবার মন থেকে উঠে গেলে,
চোখের সামনে মৃত্যু যন্ত্রনায় ছটফট করলেও,
ফিরে তাকাবো না,
বলবো না কি হলো তোমার।
বলবো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না,
প্রকাশ করবো না ভালবাসতাম তোমাকে।
বলবো না আজো ভালবাসি শুধু তোমাকে,
বলবো না তোমার জন্য আজো সুখের স্বপ্ন সাজায়।
আজো তোমার সুখ চাই।
চাওয়াটা থাক না মনের গহীনে।
তোমার চোখে চোখ রাখবনা একমুহূর্তোও,
ছায়াটাও মাড়াবো না,
কাঁদব দূরে কোথাও,
জনমানবহীন কোনো নদীর তীরে।
চোখের পানি মিশে যাবে নদীর মাঝে,
কষ্ট থাকবে হৃদয়ের ভাজে।
একাকী বিষন্নতা ছুয়ে যাবে,
দীর্ঘশ্বাস জুড়ে থাকবে তুমি।
নদীর পানিতে চোখে মুখে পানি দিয়ে
আবার ফিরে আসবো সবার মাঝে।
বুঝতে পারবেনা তুমি,
কি যায় সারাক্ষণ তোমার অভাবে আমার জীবনে।
তবুও বলবো যেখানে থাকো ভালো থেকো
আমাকে ভুলে থেকো,
কারণ তোমার প্রিয় যেহেতু হতে পারিনি
করুণা চাইনা প্রিয়।