কলমে: মোহাম্মদ সাগর
প্রয়োজন হলে ডাক দিও মোরে তোমার সুসময়ে,
তোমার সময় খারাপ হলে থাকবো তোমার হ্রদয়ে।
আমি তো ছিলাম প্রয়োজনে শুধুই প্রয়োজন,
সুসময়ে ছুড়ে ফেলে দিলে কে ছিল তোমার আপনজন।
তোমার অন্তরে ছিলাম না আমি, কে ছিল আপন?
এটাই কি ছিল তোমার ভালোবাসা আমি তোমার প্রয়োজন।
চেহারার ভিতর ছিল তোমার শুধুই ছলনা,
ছেড়ে গেছো তোমার ইচ্ছায় করচো বাহানা।
আগের যুগের মতো যদি ভালোবাসা হত,
লাইলী মজনুর ভালোবাসার মূল্য দিত না কেউ।
আগে কেউ প্রয়োজনে ভালোবাসতো না,
তাই তো তাদের স্মৃতি কেউ আজো ভুলে না।
প্রয়োজনে কাউকে যদি ভালোবাসো,
সময়ে পরে বুঝতে পারবে প্রকৃতির নিয়ম কতইনা সত্য।