কবি: জাহিদুল ইসলাম মুন্সি।
" প্রিয়তমা"
অলস দুপুর, শান্ত বিকেলটা,
আজ খুব মনে পড়ে।
ইট পাথরের এই প্রাণহীন শহরে,
প্রিয়তমা খোঁজে বেড়াই রোজ।
ক্লান্ত মনে এখানে সেখানে
করি তার খোঁজ।
দিন চলে যায় সময় প্রবাহিত,
সব হারিয়ে কাধে যাই আমি অবিরত।
জিবনের প্রতি পাতা আজ ছিড়ে গেছে।
প্রিয় হারানো ব্যাথায় ভাসি নয়নজলে।
ব্যাথা আছে জমা বৃহৎ পরিসর,
দিনমান খোজে না অবসর।
জমে আছে প্রিয়তমা
অনেক কাব্যময় কথা।
যা হয়নি বলা,
কখনো কি থামবে আমার এই পথচলা।
পাবো কি ফিরে তারে
কোনো এক অজানার ভিড়ে।