প্রিয় চব্বিশ —
তুমি আমার সংগ্রাম
তুমি আমার চেতনা,
তুমি আমার ভাইয়ের
রক্তে জয়ী স্বাধীনতা।
প্রিয় চব্বিশ —
তুমি থাকবে ভাই হারা
বোনের হৃদয়ে।
প্রিয় চব্বিশ —
তুমি থাকবে,
সন্তান হারা বাবা-মায়ের
চোখের কোণের ঐ অশ্রুতে।
প্রিয় চব্বিশ —
শহরের ঐ রাজপথে
তোমাতে মিশে আছে
আমার ভাইয়ের রক্ত।
প্রিয় চব্বিশ —
তুমি রবে জাতির স্মরণে
আলোর দিশারী হয়ে।
প্রিয় চব্বিশ —
তুমিই বলো তো,
চাইলেই কি আর ভুলা যাবে
তোমার ত্যাগ আর আত্মকথা।
প্রিয় চব্বিশ —
তুমি চলে গেছো ঠিকই,
রেখে গেছো আমাদের জন্য
এক বিরল ইতিহাস।