এই ধরণী সাজবে আবার
নতুন ফুলে -ফলে,
এসো এসো প্রাণের সখা
সত্য প্রেমের বলে।
তোমার আকাশ আমার তরে
আমার আকাশ তুমি,
চাঁদের মত থাকবো বুকে
নিত্য দিবে চুমি।
হিমেল -হাওয়া করছে খেলা
দিনে আরও রাতে,
কাঁপে দেহ চাই যে স্নেহ
প্রেম-বন্ধনীর সাথে।
এই পৃথিবী হাসবে আবার
খাঁটি প্রেমের তরে,
নাই ছলনা নাই কলঙ্ক
প্রেম-সোহাগীর ঘরে।
এই ভুবনটি হোক মায়াবী
গেঁথে প্রেমের মালা,
মুছে দাও সব কালো ছায়া
কেউ পাবে না জ্বালা।