কবি কামাল মাহমুদ জয়
প্রেম যদি হয় পিরিতি, তবে সে কি প্রেম?
গাছে বাঁধা ঘুড়ি, মুক্তির নেই কোন ক্ষেম।
স্বার্থের দোলায় দুলে ওঠা ভান,
এ প্রেমে নেই আকাশ, নেই নদীর গান।
পিরিতি চায় জয়, অধিকার, দম্ভের সুর,
প্রেম তো ছায়া—অমলিন, মধুর।
প্ররীতি বাঁধে শিকল, হিসেবের খেলা,
প্রেম তো উন্মুক্ত—বিহঙ্গের ভেলা।
তুমি যদি চাও প্রাপ্তির গাণিতিক ফল,
তবে সে প্রেম নয়, বরং ছল।
প্রেম মানে দেওয়া, হারানো, তবুও হাসি,
প্রেম মানে বর্ষায় মেঘ, শীতের বাসি।
তাই প্রেমকে মাপতে যেও না পিরিতির টানে,
যেখানে প্রেম, সেখানে মন বাঁচে মুক্ত গানে।
দূরে রাখো পিরিতি—সে মেঘের ছায়া,
প্রেমই সত্য, বাকিটা শুধু মায়া।