কলমে:- মোঃ সিহাব আহম্মেদ নাফী
প্রেমে বিরোধ আসাটা যেন এক অনিবার্য সত্য। দুজন মানুষ যখন কাছাকাছি আসে, তখন ভিন্ন চিন্তা, ভিন্ন ইচ্ছাগুলোও সামনে আসে। এই ভিন্নতাগুলোই মাঝেমধ্যে বিরোধের জন্ম দেয়। প্রেম তখন প্রশ্নবিদ্ধ হয়, “এটাই কি ভালোবাসা ছিল, নাকি ভুল বোঝাবুঝি?”
তবুও, বিরোধ মানেই শেষ নয়। বরং সচেতনতার সময়। প্রেম শুধু আবেগ নয়, বোঝাপড়া ও সমঝোতারও নাম। যেখানে বিরোধ আছে, সেখানেই মীমাংসার সুযোগও আছে, যদি আমরা মন খুলে কথা বলি, ভাবি, আর বাস্তবতাকে গ্রহণ করি। প্রেমের গভীরতা এখানেই, যখন আমরা বিরোধ পেরিয়েও একে অন্যের পাশে দাঁড়াতে পারি।