কলমে: দেবিকা রানী হালদার।
বসন্ত আসার সাথে সাথে কালবৈশাখীর ঢেউ
ভাঙ্গে শহীদমিনার, মার্কেটে মার্কেটে আগুন দেখার নাই কেউ!
‘শয়তান শিকার’ চলছে বেশ কয়েকদিন সারা দেশে
কত শয়তান পড়ছে ধরা সাধু, শয়তান বেশে!
এমনও কেউ আছে জানেইনা কি তার অপরাধ
অপরাধ নাকি ব্যক্তি স্বার্থে তালিকা দিয়ে প্রতিপক্ষ করছে বধ ?
বাংলার দূরন্ত বাতাস সব কুটিলতার বর্জ্য উড়িয়ে নেয়
বার-বার বাঙালির উপরে আঘাত এমনি হয়েছে জয়!
একদিন রুদ্ধ শাঁসে বাঙলার বাঘ গ্রেনেড সম বিস্ফোরণ ঘটায়
এদেশের ইতিহাস এমন-ই, জানা আছে সব জনায়!
কিছু বাংলা মায়ের অবৈধ সন্তান ধর্মের অপব্যখ্যা দেয়
হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামার ফাঁকে নিজ আখের গুছায়!
খ্যাপা দুর্বাশাই কালবৈশাখী দামাল ছেলের দল
ভেঙে চুরমার করে ধর্মের নামে পাতা মিথ্যা কৌশল!
আবার ফিরে আসি স্ব ঘরে স্বাধীনতা ‘৭১
ইঁদুরের গর্তে লুকায় বার-বার ছোবল মারা নব্য শত্রুর!