কলমে: গোলাম সরোয়ার খান
জীবনের পরন্ত বেলায়
মেতেছি কি ভ্রান্ত খেলায়!
যে সুখ চাইনি আমি
গিয়েছি তো সেই মেলায়।
আষাঢে স্রোতের মতো
ভেসে আসে সুখের ব্রত
দিনশেষে মিলিয়ে দেখি
কমেছে কি দুঃখের ক্ষত!
কতো কতো আলাপন
শত শত মনের মিলন
ভেসে যায় হৃদের বেদন
তৃপ্ত হয় এই দেহ মন!
এ সুখের নাই সীমানা
ধরতে গেলে ধরা যায়না
অনুভবই কাছে টানে
ভাললাগার নাই তুলনা।
ফেসবুকে নাই বারন
মন্দ ছেড়ে ভালো ধারণ,
সাহেব বিবির বাক্স
গোলাম দিবে ট্যাক্স।