কলমে: এম এ লতিফ
তুমি চাইলে বদলাতে পারো নিজেকে
তাই বলে পারবে না বদলাতে পৃথিবীকে,
কারণ একটাই
সর্বময় ক্ষমতা আল্লাহ হাতে,
ভুল ভালে রাঙাতে পারো তোমার জীবনকে
যে ভুলে তোমার জীবন ঠেলে দিতে পারে
ধ্বংসের পথে!
পৃথিবীটা বদলায় বিধাতার নিয়মে
কখনো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পৃথিবী,
আবার কখনো বা সব সৌন্দর্য হয় বিলীন
সবই চলে আল্লাহর হুকুম আল্লাহর হাতে,
স্রষ্টার অমোঘ লীলা বুঝা মুশকিল
কোনো ক্ষমতাই নাই মানুষের হাতে!
নানা রঙে সজালে তুমি তোমার জীবনটাকে
সব রঙ মুছে যাবে কাল কিয়ামতে,
লাভ কি বলো দুদিনের দুনিয়ায়
মেকি রঙে সাজিয়ে নিজেকে,
যে রঙ সহজেই মুছে যায়
হয় শুধু পস্তাতে,
তুমি চাইলে বদলাতে পারো নিজেকে,
বদলানো জীবনের সব হিসাব দিতে হবে
শেষ বিচারের আদালতে!