কলমে: কামরুন নেসা লাভলী
বব ডিলান
তোমাকে আমার হয়নি দেখা,
তোমার কথা শুনেছি,
কিছু কবিতায় কিংবা উপন্যাসে
কোনো প্রেয়সীর কন্ঠে
অবলীলায় তোমার নাম —
দু, একবার উচ্চারণ যে হয়নি
তাই বা বলি কি করে?
তোমার গীটারের সূর মূর্ছনায়
পাথরে ও ফোটায় ফুল-
তোমার সূরের ভেতর বন্দী
চির তরুণ দীপ্ত সমুজ্জ্বল প্রেম
যে যা-ই বলুক–
নিন্দুকের কাঁটায়
সর্বাঙ্গ জ্বলছে জলুক,
তোমার সুরে
ভালোবাসার গিরিধারা
সিন্ধু নির্ঝরীনি আপনি ঝরুক
হে তুমি-ই আমার ভালোবাসার
বিষাদে এনে দিয়েছো
নিশ্চিত গুপ্ত প্রেম বিকাশ
পরিচ্ছেদে বুঝেছি
তুমি আমার মনের
বসন্ত তৃষ্ণা নিয়ে-ই সাজিয়েছো
তোমার সুরের আকাশ।।