কলমে: কামরুন নেসা লাভলী
শ্রাবন এর
মধ্য দুপুর
যাচ্ছো কোথা
পায়ে পড়ে
আলতা নুপুর।
আছে বুঝি এতই তাড়া
তাই বুঝি আজ দিশেহারা।
যাচ্ছো যা- ও
বলে তো যাও
সে কত দূর
অচীন সে পুর
শুধাই তোমায়
নামটি কি তার ?
বসন্ত পুর।
হতে পারে
হয়তো সুদূর
সঙ্গী হবো
বিধবে কাঁটা
তবু – ও যাবো
সইবে ব্যাথা ?
সেখানে কৃষক হাসে
ভরা ঐ নবান্নেতে
সেথা কি পদ্ম ফোটে
টলমলে ঐ দিঘির জলে ।
শিশুরা কেমন হাসে
খিল – খিলিয়ে আনন্দেতে
আকাশে মেঘ হাসে কি ?
পূর্নিমার ঐ আধার ছলে।।