কলমে: দেবিকা রানী হালদার।
পলাশ শিমুল কৃষ্ণ চূড়ায় আগুনের ছোঁয়া
নববসন্তে নতুন প্রজন্মের জন্য করি দোয়া!
ভুলে যেও সবে ধর্ম বিভেদ লিঙ্গবৈষম্য
গেয়ো প্রান ভরে সবে গান এনো সাম্য!
শানবাঁধানো ঘাটে বসে পা ডুবিয়ে জলে
বাজিও বাঁশি বুক ফুলিয়ে উথাল-পাথালে!
কোকিলের গান শুনি ও মনটা তোমার ভরে
বসন্ত বাতাসে উন্মাদ হইও ভালোবাসো যারে!
পাখি গাইবে গান অন্তর উদাস করে
বনের যত হিজল তমাল বীথিকা বকুল কুসুমে ধরবে ঘিরে!
কত কবি লিখবে কবিতা প্রান তার খুলে
হয়তো-বা রমনা বটমূলে ছুটবে ললনা কেশ ধাম খুলে!
প্রতিটি বসন্ত প্রেমের আহ্বান জানায়
বয়স বেড়েছে এখন কি আর প্রেম প্রণয় মানায়?
নির্জন বসন্তে ফুলে ফুলে দুলে দুলে আকুতি
পড়ন্ত বিকেলে ফুরফুরে বাতাসের সে যে কি মিনতি!