শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরের কোয়েলপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ৪৯ বোতল মদ জব্দ জামালগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কবিতাঃ ভাষার দাবি নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ‘ভুয়া’ এসআই আটক বাগেরহাটের মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ সিলেটের বিশ্বনাথনিউজ ‘বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা -২০২৫ইং উপলক্ষ্যে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বাংলাদেশের স্বকীয়তা কি হারিয়ে গেছে? সাঁথিয়ায় পুত্রের কুড়ালের আঘাতে বাবা নিহত

কবিতা: বিকৃত ঐ মগজ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৫ Time View

কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

প্রতিটি নারী তোমার হৃদয়ে-ভাবো মাতা বোন,
পরের মেয়ে চোখের সামনে-আসবেই যখন।
নিজেকে নিজে করো তুমি এতোটাই সংযম,
নফসের দাসত্বকে বিদায় দিয়ে-তুমি হও তার যম।

এক দিন তুমিও হবে-কোনো নারীর বাবা,
থামিয়ে দাও নারীর দিকে-নোংরা লোভের থাবা।
মা বোনের ইজ্জত যেন-মনে রাখা কাবা,
সুরক্ষা দিতে প্রস্তুত আমি-হৃদয়ে তা আঁকা।

নিজের হাতে হত্যা করো-রাত হলে গভীর অন্ধকার,
সমকামী বলৎকারে জানাই নিন্দা-মনে তীব্র ধিক্কার।
গুড়ে বালি হবে তোমার-ধ্যান যজ্ঞ তপস্যা,
যদি না ছাড়ো এই ধরাতে-যৌনতার লিপ্সা।

দেবর-ভাবি শালি-দুলাভাই গায়রে মাহরাম সম্পর্ক,
বিয়াই বিয়াইন সমাজে করে- সুযোগ সন্ধানী অপকর্ম।
বন্ধু বান্ধব প্রতিবেশী স্বজন-বেপরোয়া হই আজন্ম,
সমাজ বন্ধনে ঘনিষ্ঠতা হয় এমন- মানেনা মুশরিক ধর্ম।

পায়ে বড় হিল-আঁটসাঁট পোশাকে রঙিন বোরকা,
দেহের গড়ন পোশাক পড়নে-খুঁজে এলাকার ছোকরা।
ঠোঁটে লিপস্টিপ কপালে টিপ-চোখে কালো চশমা,
আধুনিকতার নামে প্রকাশ্যে-নগ্নতার বড় কারিশমা।

কোমর দুলিয়ে বুক ফুলিয়ে-ছোট পোষাকে হাঁটছি,
উলঙ্গ হয়ে নিজেকে নিজে-সস্তা কিভাবে বানাচ্ছি।
খোলা মনের নামে যত্রতত্র-মেলামেশা যেভাবে করছি,
যৌন লালসায় নিজেকে নিজেই-নরক সাগরে ডুবাচ্ছি।

হিজাব ছাড়া চলছি মোরা-দেখিয়ে রেশমি চুল,
সাপের কামুড়ে কাটিবে কবরে-করেছি কত যে ভুল।
বুঝে না বুঝে কত স্পর্শে হয় যেনা-ভাবনার নেই কূল,
মাটিতে গাড়ায়ে দেহটি ডুবায়ে-শাস্তিতে হবো ব্যাকুল।

নারী তুমি ভেবো না শুধু-দেহের হয় যে পর্দা,
ঘরে বাহিরে কণ্ঠে তোমার-থাকবে নিচু মাত্রা।
ঘরে বাহিরে বৃদ্ধাবস্থায় গড়ো-তিন পদ্ধতির পর্দা,
মান মর্যাদা বৃদ্ধি হবে তখন- সকলেই পাবে শ্রদ্ধা।

গোসলখানা উঠান বারান্দা ঘর কিংবা ফাঁকা ছাঁদ,
তোমার কাপড়ে যৌনতা খুঁজে-লুকিও গোপন ফাঁদ।
পুরুষের এমন লোলুপ দৃষ্টি-পাবেনা যদিও চাঁদ,
উষ্ণ ছোঁয়ার স্পর্শ পেতে খুঁজে ভণিতায় ভাব।

পারিবারিক শিক্ষা প্রকৃত শিক্ষা-জীবনের প্রথম ধাপ,
অল্প বয়সে আদরে শেখাও-প্রাপ্ত বয়সের চাপ।
বিয়ের আগে বিয়ে পরে-পর্দার যত পাপ,
বড় ভাই বাবা স্বামী পাবেনা-এই অবহেলার মাফ।

রোজা শুধু ভুক্ষা থাকা নয়-সামান্য এই তবিয়ত,
পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে – দেখো ইসলামের মারেফত।
কামভাব উত্তেজনায় মনের খায়েশ-মিটায় মিথ্যে জগত,
পবিত্র মনে বেঁচে থাকা হোক-এই আমাদের নসিহত।

স্কুল মাদ্রাসা রাস্তা বাড়িতে-ধর্ষিত পাওয়া বিভৎস লাশ,
বিবেকের আদালতে আর হবো না-দুষ্ট নফসের দাস।
আছিয়া(০৮) শুধু ধর্ষিত হয়নি-ধর্ষিত হলো বাংলাদেশ,
এই নির্যাতনের গোপন ইতিহাসে-কলিজা কেঁপে নি:শেষ।

পঁচিশ সালের আলোড়ন-দেশজুড়ে ব্যভিচার ধর্ষণ,
পাপের অবিচারে ঘৃণ্য সমাজে-চোখের জলের বর্ষণ।
কেউ নেই এগিয়ে আসার-প্রতিবাদী কন্ঠে গর্জন,
ইসলামি অনুশাসন প্রতিষ্ঠায় হবে-প্রকৃতপক্ষে অর্জন।

সকল পুরুষ অন্ধ হলে-নারীর পর্দা যেমন ফরজ,
তেমনি নারী উলঙ্গ হলেও-নতদৃষ্টি রাখা পুরুষের ফরজ।
ইসলামী অনুশাসন মেনে চলবো-এই আমাদের আরজ,
এই সমাজে তৈরি না হয় যেন আর-বিকৃত ঐ মগজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102