কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।
৪৭, ৫২ দেশ ছিল তখন অশান্ত,
গণঅভ্যুত্থান ৬৯ আর ৭০ এ নির্বাচন,
হার না মানা সব জনগণ,
বিপ্লবী জনতা ক্ষণে ক্ষণ,
স্বাধীন মোর বাংলাদেশ-স্বাধীন মোর বাংলাদেশ।
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।
৭১ এর হায়েনার হাতে কত সম্ভ্রম ঝরে পড়লো,
নয় মাস যুদ্ধে তিরিশ লক্ষ প্রাণ ত্যাগ করলো,
বীর বাঙালি বিজয়ের পতাকা ছিনিয়ে আনলো,
লাল সবুজের পতাকা মোদের উদিত হলো,
স্বপ্ন মোদের গর্ব মোদের বাংলাদেশ,
চির অম্লান বাংলাদেশ চির অম্লান বাংলাদেশ।
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।
স্বৈরশাসক পতনের নব্বই সাল,
ছাত্র আন্দোলন দিয়েছিলো ডাক,
গণ অভ্যুত্থানে ৬ ডিসেম্বর বিজয় আনলো,,
গণ আন্দোলন ছিনিয়ে নিলো,
রাতের আধাঁর কেটে ভোরের আলো।
ছাত্র ঐক্য বাংলাদেশ ছাত্র ঐক্য বাংলাদেশ।
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।
ছয় দফা দাবির সূচনা ছিল চল্লিশ সাল,
চাপিয়ে দেওয়া শোষণ নিপীড়ন ছিল দীর্ঘকাল,
ভাষা আন্দোলনে মধ্য দিয়ে গেলো কতকাল,
বাঙালি জাতির মুক্তির সনদ ছিল ৬৬ সাল।
বিজয় সংগ্রামী বাংলাদেশ বিজয় সংগ্রামী বাংলাদেশ।
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।
আবু সাইদের বুক পাতা সেই – বিসর্জনে অর্জিত দেশ,
মুগ্ধর মতো করে গড়বো দেশ,
ক্লান্তহীন মৃত্যুর কোলে – ঢলে পড়ে নি:শেষ!
৩৬ জুলাই গণ অভ্যুত্থানে জিতলো দেশ,
চব্বিশের বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ।
বিজয়ের ইতিহাস বিজয়ের উচ্ছ্বাস,
স্বাধীন ভাষার নিশ্বাস করবো মোরা উল্লাস,
হৃদয়ে হৃদয় বাজুক অনিমেষ,
লাল সবুজের বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ।
বারবার করেছি নিজেকে শেষ,
স্বাধীন করতে মোর বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা আমারই দেশ,
বিজয় এনেছি মোর বাংলাদেশ।