কলমে: সঞ্জয় সরকার
বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..
আমি যখন ছোট ছিলাম, দেখতাম ছোটরা গুরুজনদের ভক্তি করছে, শ্রদ্ধা করছে। প্রতি উত্তরে ভালোবাসা, স্নেহ, আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে সকলকে।
এখন আর সেই দিন নেই। এখন অর্থ, আকাঙ্ক্ষা, ছিনিয়ে নেবার প্রবণতা, হিংসা, ক্রোধ বেড়েই চলেছে। ভক্তি, শ্রদ্ধা, সম্মান অথৈ জলে।
বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..
আগে নারী কে পূজা করা হতো, দেবীর একটি রূপ হিসাবে ভাবতাম। তাদের কষ্টে আমরা মন ব্যাকুল হয়ে উঠত।
হতো দরিদ্র তার আবরণ একটি কাপড়ে ঢাকতে পারতো।
এখন আমরা নারীকে ভাবী ভোগ্য বস্তু, একটি পণ্য, শারীরিক চাহিদা, খুদা, পিপাসা মেটানো মেসিন।
বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..
আগে নারীর দেহের কোনো অংশ পরিলক্ষিত হলেও তেমন কোনো ছিলনা ভুক্ষেপ, মাথা নত করে থাকতো।
বর্তমান সমাজের অবক্ষয়ের ফল চোখ থাকে নারীর বক্ষ যুগলের প্রাণে। আবরণ উন্মোচিত করে তোলা হয় ছবি,
কারণ…. অর্থ আর অর্থ
বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..
শিক্ষিত সমাজ ব্যবস্থা রূপ কোনো প্রতিভাবান কি সাহায্য,অনাহারে মুখে অন্নর সংস্থান, বিপদের সময় ঝাপিয়ে পড়ে সাহায্য করা!
কারণ… ছিলনা যে কোনো পক্ষ
বর্তমান টা বেশ মজায় আছে। বৃত্যদের অধতালে ঝরাচ্ছে ঘাম, মিলছে না দাম। অন্ধ কে সাহায্যর ভান করে হাতিয়ে নেই তার উপার্জিত অর্থ। বিপদে ঘরের দরজা বন্ধ করো এই মোর প্রার্থনা।
বাবু আমি বিবেক কইছি,
আপনি তল্লাটে নেই বটে……..
ভুইলাছি বটে! বিবেক…বিবেক… চিল্লাই লে হবেক লাই।
বিবেক আজ মৃত