কলমে: রোজিনা খাতুন
বিশ্বাস আর তুমি?
সে তো আকাশ পাতাল ব্যবধান।
যদি তোমার সাথে বিশ্বাস শব্দটা যোগ করি
তাহলে কিন্তু বিশ্বাস কথাটি আমার ঘৃণায় থাকবে।
তোমাকে বিশ্বাস করিনি এমনটাও কিন্তু নয়
নিজের থেকেও বেশি ভরশা করেছি তোমায়।
অন্ধকারে সাগর পাড়ি দিতে চেয়েছিলাম আমি
তোমার দুটি হাতের ভরশায়।
তুফানের মুখে ফেলে পালিয়ে গেছো দূর অজানায়।
সাগরের ঢেউয়ের আঘাতে ভাসতে ভাসতে আমি
কোথায় যেনো হারিয়ে গেলাম।
বহুদিন পরে যখন বুঝতে পারলাম-দেখি তুমি হাত ধরে কিনারায় দাঁড়িয়ে আছো।কত দিন পর ঠিক তা জানি না।
জানো কি তুমি?
আচ্ছা আমি কি অতীত ভুলে ছিলাম নাকি বর্তমান ভুলে আছি?
অনেক বিশ্বাস করতাম তোমাকে,বলেছিলে আর একটিবার সুযোগ দাও।
কি অবাক করা কান্ড করলে এবার, নতুন করে বাঁচার আশা দিয়ে হারিয়ে গেলে পাথর করে আমাকে।
ভুল টা কোথায় ছিলো বলতে পারো?
ভালবাসায় নাকি বিশ্বাসে?
আমি তো আজো বলি ফিরিয়ে নাও, না হয় ফিরে এসো ভুল স্টেশনে। দেখা হোক আমার রক্তাক্ত ক্ষত বিক্ষত লাশের সাথে।
আমার প্রাণহীন চোখ জোড়া বন্ধ করেই তোমার চোখের প্রতিফোটা পানি অনুভবে মুছে দিবো।