কলমে: সালাউদ্দিন রবি
কে বলে
মানুষ তুমি জীব কুলের শ্রেষ্ঠ
চেয়ে দেখো
মানুষ তুমি শুধুই ঘৃণার পাত্র!
কান পেতে তুমি শুনে দেখো আজ
পৃথিবীর কত দুঃখ!
ধংস করো,ধংস করো
শ্রেষ্ঠ জীবের কুল
ওদের অস্ত্র নামের বিবাদ খেলায়
শিশুদের গায়ে রক্ত!
কে বলে
মানুষ তুমি বিবেক বোধের শীর্ষে
চেয়ে দেখো
মানুষ তুমি পশুর চেয়ে নিম্ন!
ধংস করো,ধংস করো
শ্রেষ্ঠ জীবের কুল,
ওদের দীর্ঘ পীড়ার ঘোর কবোলে
পৃথিবী আজ অসুস্থ!
ধংস করো রকেট বোমা
ধংস করো উগ্র সেনা,
এনে দাও তুমি শান্ত বাতাস
গড়ে তোলো তুমি কোমল আবাস।
কান পেতে তুমি শুনে দেখো আজ
পৃথিবীর কত দুঃখ!
ওদের শীরার শীরায় মারণাস্ত্র
হৃদয়ে নেই তো ফুল,
ওরা মানবতার নাম ভাঙ্গিয়ে
শিশু হত্যার শূল!
ধংস করো,ধংস করো
শ্রেষ্ঠ জীবের কুল,
ওরা নামে মনুষ্য,কাজে পশুত্ব
পৃথিবীর বুকে ঘুণ!