কার কথায় খোকা তুমি
দাও না আমায় ভাত,
দিনে রাতে পেটের দায়ে
যেখানে রাত সেখানেই কাত।
দামী তোমার জীবন যাপন
আমার কিসে ভুল,
ছোট্র থেকে অমানুষ কেমনে
পাই না খুঁজে কুল।
আমার দুঃখ তোমায় আমি
কেমনে বোঝাই হেঁসে,
দাঁড়িয়ে থাকি তোমার জন্য
রাস্তার ফকির বেশে।
বৌ -বাচ্চা রাজকীয়
আমার নাও না খোঁজ,
খোকা বলে ডাকবো বলে
কেঁদে ভাসাই রোজ।
খোকা ডেকে বুকটা জুরাই
রোজই এমন তৃষ্ণা,
বলছি তোমায় হাত জোর করে
অবহেলা আর করিস না।
তোমার মতো রাজকুমার
কয় জনে পায় বলো,
আমার খোকা সারাজীবন
রাজকুমার হয়ে জ্বলো।
বৃদ্ধ মা তো রোগের বালাই
ঝামেলা বলেন লোক,
সারাজীবন আমার খোকা
তোমার ভালো হোক।