কলমে: গোলাম সরোয়ার খান
শেষ বেলাতে তেজ হারিয়ে
সূর্য যখন ডোবে,
নীল গগনকে রাঙিয়ে তোলে
রক্তিম আবীর ঢেলে।
পুব আকাশে আঁধার নামায়
দিনের আলো ঠেলে,
কি অপরূপ শোভা ছড়ায়
প্রকৃতির রূপ মিলে ।
সন্ধ্যার শোভা বিলীন করে
রাত্রি আসে ধীরে ধীরে,
অন্ধকারে যায় হারিয়ে
সূর্যের যত তেজ ছিলরে ।
তেমনি ভাবে মোদের জীবন
সুরের সুতোয় গেঁথে গেঁথে,
যতই চাই যে বেঁধে রাখতে
ছিড়ে যাবেই সময় এলে ।
কাউকে একদিন যেতে হবে
কেউ বা আবার জন্ম নিবে,
বিধির বিধান এমনি ভাবে
চক্রাকারে চলতে থাকবে ।
শুধুই চাইবো শেষ বেলাতে
দোষ গুলোসব ক্ষমা করতে
গুণ গুলোসব মনে রাখতে,
তবেই পারবো মানুষ হয়ে-
বেলা শেষে গন্তব্যে যেতে ।