কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
ঢাকা শহর ঢাকা থাকে-ব্যস্ত শহর ঢাকা,
স্বার্থ ছাড়া কেউ মিশে না- আজব শহর ঢাকা।
কর্মে যেতে সকাল হতেই-দেখি ঘড়ির কাঁটা,
ছুটছি সবাই নানান পেশায়- বাঁচতে হবে একা।
ঢাকা শহর ঢাকা থাকে- নির্মমতার ছায়ায়,
কান্না হাসির অভিনয়ে-বিভোর মিছে মায়ায়।
সকল পেশার ব্যস্ত মানুষ-যখন দুপুর ভোজে যায়,
সময়সীমার বন্দি পাখি-যেন নিশ্বাস ফিরে পায়।
রাস্তা ঘাটে জ্যামের জালে-খুঁজি কোথায় ফাঁকা,
উপচে পড়া ভীড়ের মাঝেই-দেয় যে কত ধোঁকা,
নানান দেশের নানান মানুষ- ভিতর জায়গা আঁকা,
এমনি করে জীবন সংগ্রামে-মোদের বেঁচে থাকা।
বিকেল হলে ঘুরতে যাবো- পাবো প্রিয়ায় দেখা,
সকল বায়না পূরণ করতে- পকেট আমার ফাঁকা।
পরিবার-পরিজন বন্ধু-বান্ধব অর্থ থাকলেই মজা,
অর্থ ছাড়া কিছুই হয় না – পাবে তখন সাজা।
সারাদিনের কর্ম ঘোরে-ঘুষ মিথ্যায় মগ্ন সবাই থাকি,
সন্ধ্যা রাতে ঘরে ফিরতেই-ধরে হঠাৎ ছিনতাইকারী।
জনমনে আতংক – অনিরাপদ শহরের অলি গলি,
নিরব কালো অন্ধকারে – দাঁড়ায় দুষ্ট মুখোশধারী।
লোমহর্ষক হত্যাযজ্ঞ- ধর্ষণ সারি সারি,
গাড়ি বাড়ি বাছ বিচার নাই -ছোট বড় নারী।
ঢাকা শহর শান্তি আনিতে-লোভ অহম দাও আড়ি,
নিজ উদ্যোগে ভালো কাজের শপথ-নেই যে তাহার জুড়ি।