কলমে: মায়া পারভীন
=============
গোধূলির লগ্ন হারিয়ে যাবে যখন,
দিগন্তের ওই শেষে আধাঁর নামবে তখন।
তীর ভাঙ্গা ঐ স্রোতস্বিনী ঢেউয়ের তালে নাচে,
আগুন রঙ্গা সূর্যটা ঢেউয়ের তলে ডুবে।
মন ভাঙ্গা হৃদয় খানি নির্দয়ের মাঝে খুঁজে,
ডুব সাঁতারে হৃদয় খানি অচিনপুরে ভাসে।
অচিন আশায় বুক বেঁধে রয় সপ্ত সুরের বাঁকে,
ঘরভাঙ্গা ঐ ঘরণী খুঁটি ধরে কাঁদে।
ভুলে তরী কুলে ভিড়ে দেখিলো না ফিরে,
চাকচিক্যে মাকাল ভেতরে গোবর নাকি হিরে!
ভরা নায়ে তুলিলো পাল উজান পথে বায়,
মাঝপথে ঝড়ে তরী ডুবিয়া তলায়।
কুল নাই কিনারা নাই ডুবলো অথৈ জলে,
কেমনে পৌঁছাবে গিয়ে ভাটা স্থলে।
হাত বাড়িয়ে পায় না খুঁজে পথের দিক সঠিক,
গভীর জলে ডুবে মরলো কুল ছিল বেঠিক।
মূলে যদি ভুল হয় কুলের কিইবা দোষ,
স্বভাবে অভাব আসে শোনো হে বেহুঁশ।
চোখ কান খোলা রেখে চলিলে সবে,
অথৈ দরিয়ায় ডুবে না তরী, জমা সবই রবে।
সংশয়ে সংকল্প অটল থেকো দিবা-যামি,
ধীর স্থিরে ফলপ্রদ হবে মহা দামি।
কুশলে মন উদ্দেশ্য যদি হয় সৎ ,
ভাঙা তরীও বাওয়া যায় অধিক পথ।