কলমে: কামরুননেসা লাভলী
=================
সব চাওয়াই পূর্ন হবে
এমন তো নয়
সব প্রেমই বিষাদ লগ্ন
অতিক্রম করবে
এমন তো নয়
সব বাসর ফুল সজ্জায় সজ্জিত হবে
এমন তো নয়
সব ভালবাসাই যে পূর্নতা পাবে
এমন তো নয়,
হয়তো কখন বা তারে
মনে পড়বে, প্রথম
আষাঢ়ের বিরহ লগ্নে,
মেঘদূত কে সাক্ষী রেখে
কদম্ব ফুলে প্রিয়াকে পেতে চাইবে
গভীর অনুরাগে
ব্যাথিত ব্যর্থ আলিঙ্গনে, কখন বা
দু'নয়নে নামবে শ্রাবন ধারা
স্মৃতির কষ্টগুলো কখন বা আকাশে
খন্ড খন্ড মেঘ হয়ে ভাসবে ঐ
সুনীল আকাশে
ভালবাসা কখন নিঃশেষ হয়না,
ভালবাসা নিস্তেজ ও নয়।
হয়ত ভালবাসা জেগে উঠবে
কোন শিউলী ফুল প্রভাতে
কখন বা শিশিরের বিন্দু বিন্দু কনা হয়ে,
আবার উত্তপ্ত হবে সমুদ্রের ঢেউয়ের
গর্জনের মত।
আবার কখন তা স্নিগ্ধ শান্ত হবে ভালবাসা
হৃদয়ের পুলকে এক অপূর্ব
মিষ্টি রোমাঞ্চ অনুভূতিতে।