কলমে: এম এ লতিফ
ভালোবাসার ছল করে তুই
ভেঙে দিলি আমার ঘর,
মিথ্যে মায়ায় জড়িয়ে বুকে
কাছে টেনে করলি পর,
বুঝে নিলাম ভালোবাসা সব ছলনা
এই পৃথিবীর মানুষগুলো স্বার্থপর!
জীবন জোয়ার নয় চিরদিন
মিছে নদীর খেলা ঘর,
বলিসনে আর ভালোবাসি
তুই যে বড়োই স্বার্থপর,
সঙ্গী বিহীন থাকবি একা
পাবি না আর আমার দেখা,
চোখের জলে বইবে নদী
প্রেমানলে মরবি পুড়ে জীবনভর!
আজকের তোর রবির আলো
কালকে হবে আঁধার ঘর,
যে আঁধারে হারিয়ে যাবি
কাছের মানুষ হবে পর,
করিসনে না হেলা খেলা
বন্ধ হবে জীবন চলা,
আমি যে তোর হবো পর,
ভালোবাসার ছল করে তুই
ভেঙে দিলি আমার ঘর!