কলমে: সাহেলা সার্মিন
=============
ভালোবাসি বলেই
অভিমানের বোঝা বাড়ে,
একটু দূরে গেলেই তুমি ভাবো
সম্পর্ক হয়ে গেলো নড়বড়ে!
ভালোবাসি বলেই
একটুতেই মনে জমে মেঘ,
তুমি ছুঁলেই হয় বৃষ্টি
ঝরঝর করে ঝরে অনিমেষ!
ভালোবাসি তাই
বুকের ভিতরে জমে কষ্ট,
তোমার বকায় হয় তীব্র দহন
ভেবো না সব হয় নষ্ট!
ভালোবাসি বলেই
কান পেতে শুনি তোমার শব্দ,
বারবার চাই রাখতে চোখে
দেরি হলেই মনে হয় দেখিনা কতো অব্দ!
ভালোবাসি বলেই
কবিতারা করে ভীড়,
কবিতা জুড়ে তোমার অস্তিত্ব
তুমি ছাড়া ধরে চির!
ভালোবাসি বলেই
তুমি আমার একলার,
তোমার প্রতি কারো হৃদ্যতা
সহ্য হয়না আমার!
ভালোবাসি বলেই
চাই অধিকার ফলাতে,
তুমি ভাবো সীমা লঙ্ঘন
কঠিন ভাবে চাও ঠেকাতে!
ভালোবাসি বলেই
তোমার কষ্টে প্রাণ ওষ্ঠাপর,
প্রার্থনায় থাকি রত
বুকের ভিতর ওঠে ঝড়!
তবুও বলবে তুমি,
আমি অকর্মন্য অপদার্থ অসামাজিক
আমার দুর্বল মস্তিষ্ক বাড়ায় শুধু বিড়ম্বনা!
কিছু নয়,এ তোমার লজিক!