যেখানে ধর্ম, সেখানে অধর্ম, তর্কের বাড়াবাড়ি।
তুমি আমি শেষ, ধনী আছে বেশ,
নাগরিক অধিকারহীন সোনার বাংলাদেশ।
উন্নয়নের নামে চুরি, মুখবড়া বুলি,রাজ কর্মচারী,
রাজা বনে যায়, জনগণকে দেখায় বৃদ্ধাঙ্গুলী।
হাসপাতাল দেশ ভরা, নেয় বেতন ভাতা,
ডাক্তার মোটাসোটা, কমিশন পেয়ে নাদুসনুদুস।
অর্থললুপ দৃষ্টি তার, ভিজিটের বাহাদুরি, যত্নহীন চিকিৎসাহীন বাংলা, বাংলার জাতি।
নীল নদে মাছ নেই, বুড়িগঙ্গা, শীতলক্ষ্মায় বর্জ্যে ভরা,
মাছ বসবাস করে না, নামিদামি গাড়ি,
বিশাল অট্টালিকা বাড়ি।
বংশীয় বেশ,চুপচাপ চাটার দল, পরিবেশবাদী।
উড়াল সেতু, উড়াল রেল, উন্নয়নের পাতাল গাড়ি,
রাজধানী ঢাকা, জ্যামের নগরী, চারদিকে আহাজারি। শুধুই শূন্যতা, নীরবে কাঁদে বিবেকের বাণী।
উন্নয়নের ছোঁয়ায় ভরা, সেবা নেই, অসম প্রতিযোগিতা।
একদল যায়, আরেকদল খায়, অভুক্ত চোখে শুধু চেয়ে দেখে,জলভরা চোখে,
আশা নাই, আছে শুধু হতাশা।
সমস্যার অন্ত নাই, বিচারালয়ে বিচার নাই।
সময়ক্ষণের প্রতিযোগিতা, অসত্যের জয়জয়কার।
দেশের সত্য নাই, জয় মিথ্যার,
রাজ কোষাগার শূন্যচরে পুড়ে তুষ,
ভ্যাট, ট্যাক্স হয় কোটি, রিসিপট কাটে শতকের অঙ্কে,
বাকি সকলই ফানুস।
নন্দ গোসাই, পুলিশ বাবু, মোটা তাজা বেশ,
সব গুণই দোষে ভরা তার, তুলসী পাতার রেস।
মূর্খ বলে গুরু বাক্য,স্বশিক্ষায় শিক্ষিত সে,
সে তো বেশ, দোষ কারে দিব? দোষ নাই কারো,
তন্ত্রে মন্ত্রে সাধুরা ভরা শুধু,সবাই যে আজ ভোতা বুদ্দু।