কলমে: কবি কামাল মাহমুদ জয়
মনটা শুধু উড়ে যায়,
খোলা আকাশ ডাকে হায়।
সাদা মেঘের ভেলায় চড়ে,
স্বপ্নের ডানায় ভাসতে চায়।
নদীর ঢেউয়ে রূপকথা,
কোথাও যেন ফুলের গাথা।
ঝিঁঝি পোকার গানে মিশে,
রাতজাগা কোনো আলোর কথা।
পাখির কূজন দূর বনেতে,
বাতাস বলে কানে কানে,
“তুমি কি তবে আকাশ হবো?
অচেনা পথে পা রাখবে?”
মনটা বলে, “যাবো ঠিক,
যেখানে আলো ছোঁবে দিক।
ছুটবো আমি বাউল হাওয়ায়,
রেখে যাবো ছাপ প্রিয় ক্ষণায়।”
তবুও জীবন টেনে ধরে,
সময়ের স্রোত সব ভুলে ভরে।
তবু মনটা উড়ে চলে,
স্বপ্ন বোনে নীলিমার তলে।