কলমে: শফিকুল ইসলাম সোহাগ
===================
ডুবে আছি, মাথা ঘুরে যাচ্ছে
কালো আলো মেঘ ইশারা দিচ্ছে
উপর চৌহদ্দিতে ভেসে যাচ্ছে অশোভন ত্রাস
পার্শ্ববর্তীর দালানে ফাটল ধরে আছে সাত বোন
তবুও স্বাধীনতার স্বপ্ন সিঁড়িকে দেয় টক্কর
হতচকিত আমার শক্তি এবং আমাদের কথারা মনপোড়াগন্ধে জনহীন এক প্রতিনিধি
নানাবিধ ফন্দি আঁটে
ছায়া পেতে বসে আছে ওপাড়ে
ধাবমান তুষারজল ঢলে পড়ে চেতনার সুবিন্যস্ত বজ্রপাতে
ভেতরের লালিত কারিশমায় জখম করেছে রাষ্ট্রের শরীর
আমাদের পূর্বাচলের- স্বদেশী শিকড়
বুকের ভেতর সহস্র আলোর রৌদ্র
ক্রমাগত দিগন্তের হাওয়ায় বিস্তীর্ণ নদীখাতের তীরে ধানি রেখার অবিরাম জিকির।
ক্লেশহীন গলির মোড়ে পরিছন্ন মননের আবিষ্কার মানেই সুখতৃপ্ত
গূণসুন্দর মহাকালে তৃষ্ণার দিগন্তে ছড়ায় তৃপ্তির ছবক
অস্তিত্বের আনন্দ সংযমই দাঁড়াবার সুখ
কৃতজ্ঞতার অভিনব বিশ্বাসের বয়ান
রক্তের বদলায় দৃশ্যপট পাল্টায় চব্বিশের বাংলাদেশ