কলমে: স্বপন সরকার
বয়ে বেড়ায় মন আজও
দুঃখ জরা নিরবধি,
শ্রাবণ এসে সাথী হয়ে
ঝরায়ও দিবা রাতি।
বেদনার নীল কষ্টগুলো শুধু
দু’চোখে ঝরায় অশ্রুজল,
অকৃত্রিম সাথী হয়ে বেদনা
কেড়েও নেয় মনোবল।
দিগন্তের পানে তাকিয়ে দেখে
ধূ-ধূ মরু প্রান্তর,
ক্ষণে ক্ষণে যা দেখে
কেঁদে যায় অন্তর।
ক্ষাণিক সময়ে যতটুকু ছিলো
সুখের আবহ মনে,
দীর্ঘ স্থায়ীত্ব দুঃখ এসে
পাঠিয়েছে সুখ নির্বাসনে।
প্রাকৃতিক বন্যা যতটা না
ভাসায় ধরণীর মর্ত্য,
বহুগুন ভাসায় মনের প্লাবন
না দিয়েই ক্ষান্ত।