কলমে: এম এ লতিফ
মম শুন্য বুকে
কে দিবে একটু জল
আমি তৃষ্ণার্ত পিপাসিনু, করছি হাহাকার
মেঘ শুন্য আকাশ ধুধু মরু প্রান্তর,
এ জীবন বুঝি শুকনো নদী
বেঁচে থাকা জীবন শুধুই ভাবান্তর!
শুকিয়ে গেছে মেঘ বলয়ের “ও” আকাশ
শুকিয়ে গেছে মাঠ ঘাট তেপান্তর,
শুকিয়ে যায় মম হৃদয়
কে দিবে জল, আমি করি চিৎকার,
শুকনো আঁখি শুকনো পৃথিবী
চারিদিকে শুধুই হাহাকার,
শুকনো পাহাড় নাই ঝর্ণার জল!
মম হৃদয় শুকনো নদী
চাহি যে একটু জল
কে পিপাসিনু মোরে
দুহাত বাড়িয়ে পেলাম শুধুই ছল,
মম শুন্য বুকে, কে করিবে বর্ষণ
নাহি কারো দয়ামায়া, ওগো বিধাতা
দাও গো মোর শুন্য হৃদয় ভরে
তোমার কাছে করজোড়ে করি নিবেদন।