কলমে: মাহমুদুল হাসান শান্ত
মানবতা আজ কোথায় হায়,
মর্মাহত আমি নিরুপায়।
ট্রেনের নিচে ছেলে পড়ে,
আল্লাহর রহমতে প্রাণ ধরে।
হাত হারিয়ে রক্তে মাখা,
আপন মানুষ পাশে নাই,
রেল লাইনে হাত পড়ে তার,
কেমন করে দাঁড়াবে আবার?
সবাই মোবাইলে সেলফি তোলে,
ক্যামেরায় মুখ, ফেসবুকে ঘোরে।
পোস্টে যায়, লাইভে যায়,
শান্তনা নিতে, কেউ কি চায়?
প্রাণ ফিরে পেয়েছে যে,
হাজার মানুষ দেখছে তবু,
কাছে কেউ যায় না তার,
মানবতা কি হারায় সবার?
রক্তমাখা শরীর নিয়ে,
হাত হারিয়ে ফিরে আসে,
তুমি তো এক সন্তান ছিলে,
আল্লাহ দাও হেদায়েত।
মানবতার জন্য দাও দয়া,
বিপদে যেন পাশে দাঁড়াই,
আল্লাহ করো ক্ষমা সবার,
আমাদের করো মানুষের সহায়।