কলমে: সাদিয়া আক্তার দীঘি
'সবার উপরে মানুষ সত্য'
হয় যদি মূল কথা,
তারও উপরে আসল সত্য
মানুষের মানবতা।
হুঁশ আর মান থাকলে তবেই
মানুষ বলে তাকে,
সততা নিষ্ঠা মূল্যবোধেই
মানবতা জেগে থাকে।।
মানুষ হওয়ার মূল উপাদান
অতীতে যা কিছু ছিলো,
একে একে তার সব কিছুকেই
সময় কি কেড়ে নিল?
ধর্ম মানতে ধারন করে যে
জননী বসুন্ধরা,
আমরা করছি বিভেদ সৃষ্টি
ভাঙ্গছি পরম্পরা।
সকল কিছুর মূলকথা হল
মানুষকে ভালোবাসা,
মানুষের কাছে মানুষ হিসাবে
এটাই তো প্রত্যাশা।
মানুষ হলেই মানুষের প্রতি
আগ্রহী হবে নিজে,
ওয়াজ নসিহত মাইকিং
লাগবে না কোন কাজে!