------------------------------
আছাড় না খেলে হাঁটা শেখা যায় না
তেমনি হোঁটচ না খেলে মানুষ চেনা যায় না।
পৃথিবীতে বহুরূপী শুধু মানুষের মন
সত্যটা সে যদি না করে প্রকাশ বুঝবে কেমন?
যে ব্যাক্তি নিজেকেই ভাবে সর্বেসর্বা
ভালো লাগে না তার কারো কোনো সেবা।
বড়ত্বের অহঙ্কার যার শিরায় শিরায়
কঠিন সত্য কথাও মানে না সে এ ধরায়।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
মানুষকে করলে বিশ্বাস নিয়ে যাবে যমদূর।
বিশ্বাসে হয় সম্পর্ক ভাঙে অবিশ্বাসে
তুমি বিশ্বাস করলেও অবিশ্বাস তার নাভিশ্বাসে।
তার শত কাজে করেছ সহযোগিতা
একটি ভুল হলে ভাঙবে তোমার মাথা।
তুমি যতই হও নিরপেক্ষ আর নির্মোহ
একতরফা দোষে ঘুচিয়ে ফেলবে আগ্রহ।
নিশিদিন শত পরিশ্রমে করে দিয়েছ কতো কাজ
একটি কাজও করোনি তুমি বলবে সেই নির্লাজ্ব।
অতীতের সব ভালো অস্বীকার করবে এক নিমেষে
এরাই অকৃতজ্ঞ বেঈমান নির্বিশেষে!