কলমে: এম এ লতিফ
=============
আমি চাই না হতে নন্দিনী
তোর মায়াবী জালে বন্দীনি,
যে জালে বন্দী হয়ে
আমার জীবন হতে পারে
ধ্বংসের কারণ,
আমি চাই সেই জীবন
যেথায় জ্বলবে পূর্ণীমার আলো
ঝলসানো চাঁদের মতন,
বলো তুমি পারবে তো রাঙাতে
আমার সুন্দর ভুবন!
আমি চাই যে হতে নন্দিনী
আলোকিত পৃথিবীর রাঙানো ভুবন,
যেথায় সুবাসিত ফুলের মতন
ফুলে ফুলে সাজানো থাকবে আমার জীবন,
নারী তুমি নন্দিনী
মায়া জালে ধ্বংস লীলার প্রহসন,
কি করো বলো তোমাতে
জড়াই আমার জীবন,
আমি চাই না হতে নন্দিনী
তোর মায়াবী জালে বন্দীনি!