কলমে: রোজিনা খাতুন
দিন দিন আমি ভেতর থেকে
একে বারেই মরে যাচ্ছি,
সাদা কালো রঙিন পৃথিবীটাকে
আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
যেদিন থেকে তুমি পর হলে
আমায় চিরতরে দিয়ে ফাঁকি,
সেদিন থেকেই মেনে নিয়েছি
জীবনের নেই কিছু বাকি।
অভিমান আর রাগের মধ্যে পার্থক্য
কোনদিন বুঝতে পারনি তুমি,
শত আঘাত করেছো বারে বার
সবটা মানিয়ে চলেছি আমি।
তোমার ভুলেও আমার মাথা নত
ক্ষমা চেয়েছি শত বার,
আমার কাছে সম্মানের চেয়ে
সম্পর্ক বাঁচানো বেশি দরকার।
দূরে থেকেও পারিনা ভুলতে তোমাকে
তাতে আমার বলো কি দোষ,
সাতখুনেও তুমি পাবে ক্ষমা
আমার কাছে চিরকাল নির্দোষ।