কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
বছর ঘুরে আসছে আবার
মাহে রমাদান,
তাওফিক মোদের দাওগো প্রভু
করো শক্তি দান।
দ্বীনের আলোয় রাঙিয়ে দাও
রাঙিয়ে দাও মোদের,
রাঙিয়ে দাও এই পৃথিবী
মাফ করে দাও মোদের।
রোজা যেন রাখতে পারি
ডাকতে পারি তোমায়,
প্রস্তুতি যেন নিতে পারি
এমন শক্তি দাও আমায়।
মুয়াজ্জিনের মধুর ডাকে
উঠতে যেন পারি,
গুনাহগুলো মাফ করে দাও
বানাও তাওবাকারী।
রমাদানের বরকত তুমি
দাও ঢেলে দাও মোদের,
খুশির আমেজ দাও বইয়ে দাও
সকলেরই ঘরে।