কলমে: এম এ লতিফ
তুমি ভাঙালে ঘুম জাগালে মোরে
রাঙালে ভুবন,
দেখালে নতুন দিগন্ত ছুঁয়ে যাওয়া আলো ভরা পৃথিবী,
সে তো অন্য কেহ নয়
সে যে আমার গর্ভধারণী
মমতাময়ী আমার মা জননী,
মাগো তোর মায়াবী স্পর্শ সুখে হারাই মন
হাসি খুশিতে কেটে যায় আমার দিন রজনী।
মা তুমি পৃথিবীতে সুখের স্বর্গ
আমার দুচোখের নয়নমণি,
তোমার ভালোবাসা কতো মধুময়
বুঝেছি তোমার কোলে ঘুমিয়ে ,
যেন এক স্বর্গ ভূমি,
আলো ভরা সুন্দর পৃথিবী
তোমার স্পর্শ সুখে পেয়েছি আমি,
ধন্য আমি ধন্য আমার জীবন
তুমি আমার গর্ভধারণী।
তুমি ভাঙালে ঘুম জাগালে মোরে
দেখলাম দুচোখ মেলে
তোমার মায়াবী মুখখানী,
মনে পড়ে যায় তোমার দুহাত ধরে
দূর থেকে বহুদূর হেটেছি আমি,
আজ কেন আলো ভরা
সেই পৃথিবী নেই আর,
আমায় ছেড়ে চলে গেছো বহুদূরে তুমি,
একি মোর নিয়তি,
যে মা আমায় দেখালো আলো ভরা পৃথিবী,
সেই মা আজ
আমার চোখের আড়াল করে লুকিয়ে আছে,
যে মায়ের সন্ধানে অশ্রু ঝরে মোর দুচোখে দিবসযামী!